এতবেশী চায়নি সে
কারণ বেশী কিছু পাওয়ার ছিল না
বউ-সন্তান নিয়ে ছোট্ট সংসার
বাসযোগ্য ঘর, ক্ষুধা নিবারণ, দু-বেলা ডাল-ভাত
নিতান্তই ন্যূনতম চাওয়া
কখনো ফেরিওয়ালা, কখনো দিনমজুর-রিকশাওয়ালা
অবিরাম কর্মঠ-প্রচেষ্টা, তবু হিমশিম
কাজ শেষে মধ্যরাতে ঘরের পথে রমিজ
অপরাধ দেখে ফেলার অপরাধ
ভোরবেলা জটলা - এক অজ্ঞাত যুবকের লাশ।


নিদারুণ কষ্টে কাঁদে ঘর-বউ-সন্তান!
চিৎকার ওঠে বাতাসে, কেন বাঁচতে দিল না?
দিল না সাধর্ম্য অধিকার?


ফিরোজ, দিলকুশা, ০৪/০২/২০১৬