সদ্য কৈশোর ছেড়ে আসা গোটা পাঁচেক তরুণ
ধারালো অস্ত্রহাতে ছুটছে
চোখে মুখে আক্রোশ, রক্তপিপাসু উন্মাদনা …


একই বয়সের আরেক তরতাজা তরুণ
সম্মুখে ঊর্ধ্বশ্বাসে দৌড়ায় প্রাণের মায়ায়
দেহের সবশেষ শক্তি দিয়ে সবেগে ছুটতে থাকে
এই বুঝি প্রাণপাখি যায় যায়
চারিদিকে অসংখ্য আতঙ্কিত চোখ
কেবলই তাকিয়ে তাকিয়ে দেখে
অসহায় চিৎকার তোলে সজীব তরুণটি
বাঁচাও ! বাঁচাও !


ফিনকি দেয়া রক্তে
দেহগুলো ভিজিয়ে নেয় তরুণেরা
বাদামি মাটি রঞ্জিত-লাল
প্রতিরোধযোগ্য হাজারো হাত তবুও নিশ্চল
কপর্দকহীন মাটির পুতুল যেন
বিজলীর শক্তিতে চলা খেলনার মতো
শুধু শব্দ আসে
আহ ! কী ভয়াবহ নৃশংসতা !
অতঃপর রক্তে তৃপ্ত নেশাতুর তরুণেরা
উল্লাসে উদ্ধত প্রস্থান ।


নাটকের রঙ্গমঞ্চ তৈরি হচ্ছে ক্রমাগত
সহসা এগিয়ে আসছে
অগণিত শিল্পিত নাটকীয় খুনের মঞ্চায়ন … !!!


ফিরোজ, দিলকুশা, ১৮/০১/২০১৮