পৃথিবীকে প্রচ্ছাদিত বিস্তীর্ণ আকাশে
ধূসর মেঘের ছায়া পড়েছে
ঝিনুকের ঠোঁটে আটকে গেছে সময়
রক্তের ঘ্রাণে প্রেমের বাণীগুলো উদ্ধত
বিরস অন্তঃকরণগুলোতে দাবানল হয়ে
ছড়িয়ে পড়েছে হিংসাত্মক ক্রোধ
পৃথিবীর গৃহতল
এখন বুঝি হয়ে যাবে ছারখার !


একটাই ভরসা-সান্তনার
শুকনো বীজের মধ্যে জীবনের অস্তিত্ব
আলোর নিদর্শন আঁধারের কুহেলিকাতে
অভাব প্রাচুর্যকে ফিরিয়ে আনতে চায়
ঝরাপাতা শোনায় নতুন পাতার আগমনধ্বনি ।


ওরা অপেক্ষাতে মৌনতার ভাষায়
প্রণোদনে সিক্ত একটু আর্দ্র-উষ্ণতা চায়
মৃত্যুঞ্জয়ীর হাত ধরে আবার নেচে উঠবে পৃথিবী
নবাঙ্কুরিত নবীন কিশলয়ে পূর্ণ হবে
পুনর্বিন্যাসে ফিরে পাবে ভরা যৌবন
ফিরে আসবে নতুন স্বপ্ন ।


ফিরোজ, মগবাজার, ০৭/০৯/২০১৮