নিজের ক্রমবিবর্তনের চিহ্নগুলো মুছে দিয়ে
দূরে ঠেলে ইতিহাস
নিজের সত্তাকে ঢেকে দিয়ে
ধবধবে পরিষ্কার এক কথিত প্রগতিশীল
মনে শুধু ঘৃণার আগুন জ্বলে
দিনে রাতে প্রতিক্ষণ
ঘৃণার অগ্নিঝড়ে বিনাশ করে দখল বসাবে
শিকড়বিহীন বৃক্ষের মতো
মানসিক গোলামীর ভিতে গড়া দেবালয়ে বসতি
হায় ! প্রগতির নামে
এ কেমন প্রতিক্রিয়াশীল আত্মপ্রবঞ্চনা !!


ফিরোজ, দিলকুশা, ১৩/০৫/২০১৭