কালের চক্রে একটি সজীব বৃক্ষ
সবুজপত্র হলুদ হলো তার
একলা একা একটি ধুসর পাহাড়
দুঃখের ধুলোয় জমলো বুকে ভার
বিষণ্ণতার কাঁদন দেখে দেখে
সৃষ্টি কাঁদে, কাঁদে অন্তরীক্ষ।


সময়স্রোতে গেলাম কেবল ভেসে
বেলা এখন শেষের অবশেষ
ক্ষয়ে ক্ষয়ে কখন জানি ধরায়
অচল হলাম হয়ে অবিশেষ
দেবার এখন নেইতো কিছু আর
মুগ্ধ করা ভুলকে ভালোবেসে।


নিঃসঙ্গবাসে দীর্ঘশ্বাসের ঘর
একলা ভারী, একলা একা নিঃস্ব
জীবন যুদ্ধে সব করেছি ব্যয়
নীরব কবর, মৃতের মতন বিশ্ব
তবু সবার প্রতি অপার আশীষ
ভালোবাসা, হাজার হাজার বর।


ফিরোজ, মগবাজার, ০৫/০২/২০২২