(১)  বৃথা চেষ্টা


জেগে ঘুমানোর মতো স্বেচ্ছায়
কেউ যদি
সম্পর্ক-সুতা ধরে করে টানাটানি
নিত্য কাজই হয়ে ওঠে তার
সুতার বাঁধন আলগা করা
ভুক্তভোগী যতই কাঠ-খড় পোড়াক
শক্ত বাঁধনে আঁটতে চাইলেও
শেষমেশ সম্পর্ক টিকিয়ে রাখার
সকল প্রচেষ্টাই হয়ে যায় বৃথা ।


(২)  চাপাকান্না


দুর্বৃত্তের হাতে শাসনদণ্ড
মহাযজ্ঞের মহড়ায় ভারী ব্যস্ত
উড়াল সেতুর উন্নয়ন কারুকাজ
কর্তিত আলজিভ যন্ত্রণায় মূক সবে
দুর্নীতির দুর্বহ ভারে
নীতিবোধের নিদারুণ চাপাকান্না ।


(৩)  স্বজনপ্রীতি  


ক্ষমতাধরের স্বজনের প্রতি
প্রীতি একটু বেশিই বটে
উছিলা সৃষ্টি হয় না, সৃষ্টি করা হয়
অমসৃণ কপালের শিকে ছেড়ে না কভু
এদের চালভাজা জোটানোই দায়
না চাইতেই কারো জন্য আবার
হরেক কিসিমের মোয়ার প্রাচুর্য
যাকে বলে সোনায় মোড়ানো
চওড়া কপালওয়ালা ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২১/০২/২০১৭; দিলকুশা, ২৩/০২/২০১৭; সিদ্ধেশ্বরী, ২৩/০২/২০১৭