(১) অচেনা  


মনের মধ্যে মন
কথার মধ্যে কথা
ভাবেরা সব রুদ্ধ
মনের মধ্যে ব্যথা
হৃদয় ভাবে সখা
একই সাথে থাকা
উড়াল পঙ্খি ডাকে
আবার যেন ফাঁকা !



(২) অন্ধ ভালবাসা  


ভালবাসা ‍অন্ধ হলে
ভ্রান্তি ভর করে নিয়ত
প্রেমাস্পদের ভ্রান্তিকেও ভালবেসে যায়,
ভালবাসা নির্মল ও শুদ্ধ হলে
বিষম কষ্ট সইতে পারে
ভালবাসার ভুল বা মন্দগুলোর
সংশোধন চায় ।



(৩) সামাজিক ক্ষত  


সমাজের প্রধান ও প্রত্যক্ষ অনুষঙ্গ মানুষ
মাঝে মাঝে বিষয়টি ভুলে যাওয়া হয়
মানব মননে ক্ষয় ধরলে
সমাজও ক্ষয়ে যেতে থাকে অবিরত
এখন বড়ই দরকার
মননের সুস্থতার দাওয়াই ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী ও দিলকুশা, ১২/০৩/২০১৭ ও ১১/০৩/২০১৭