প্রতিক্রিয়া  


পাপের ঝোলা ভরেই গেলো
বেহুঁশ হয়ে রয়
নড়বড়ে হয় পিলারগুলো
ভিতের মাটি ক্ষয়
মনের মধ্যে কাঁপন ওঠে
ঝড় বয়ে দেয় ভয়
আবোল তাবোল বাকম বাকম
হরেক কথা কয় ।


সংশয়  


মিথ্যার বিস্তারে
সংশয় ভিড় করে
ভুলে ভুলে সত্যও ভুল করে
মিথ্যা এসে স্বপ্ন কেড়ে নেয় ।


তুলনা  


কলা গাছের থোড়ে
সার-অসারের তুলনা
এমনতরো আহম্মক
এ-ধরাতে মেলেনা ।


সেগুন গাছের সার
সেগুন কাঠে খোঁজ
সেগুন কাঠের সার
কলমি গাছে কেন ?


ফিরোজ, মগবাজার-২০১৮