১) ক্ষমতা


প্রতিপত্তি বলবান
বর্শার ডগায় ক্ষমতা
অবিরত রক্ত ঝরে
অস্থির সময় ।


২) ঠুলি


চোখে ঠুলি পরলে
আসল সত্য চোখে ধরে না
সামনে যাদের গল্প বলা হয়
তাকেই মনে হয় আসল দৃশ্য
সে ঠুলি ইচ্ছায় পরা হোক
আর আলস্যে পরা হোক ।


৩) বিবর্তন


বিবর্তন বিবর্তনে সভ্যতার
কতইনা উপহার, সমুজ্জ্বল প্রাণ
আগে মরতো শুধু যোদ্ধা
এখন মরে সাধারণ ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০৭/০১/২০১৭; দিলকুশা, ৩১/১২/২০১৬ ও ৩১/১২/২০১৬