১)  বাউরা মন


আমি কেবলই হলাম সারা
বাউরা মনের সাথে উড়ি
সময় থাকতে কেমনে আমি
সেই মনেতে পরাই বেড়ি ।


২)  নিয়তির কাজ


আমার কাজ চেষ্টা প্রবল
নিয়তির কাজ ফলাফল
আমার প্রচেষ্টার শেষ যেথা
নিয়তির কাজ শুরু সেথা ।


৩)  উন্নয়ন


আহা ! কাঁঠাল গাছে আম ধরেছে
উন্নয়ন যে খাঁটি
আমসত্ত্ব খায় যে কারা, আমরা
চুষি আমের আঁটি ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২৭/০১/২০১৭