বলেছিলাম না ! তোমার বুকে
মাথা রেখে ঠিকই ঘুমিয়ে যাব চিরতরে
বক্ষের অন্দরে চিনচিনে ব্যথা বলো
কিংবা কষ্টের অদৃশ্য সুচে অন্তর দেউড়িতে
হোক ফিনকি দেয়া রক্তের প্রবাহ
অথবা মুখে বালিশ চাপার কথা বলোনা কেন
হারানোর গান যখন শিস দিয়ে যায়
কেবলই সব উপলক্ষ্য মাত্র
কাছে-পিঠে ডাক্তার বৈদ্য হাসপাতাল
কী যায় আসে ! সময়ে সবই অর্থহীন
বন্ধন আলগা হলেই কী আর শক্ত হলেই কী
মুলিবাঁশের বেড়া কিংবা সিসার প্রাচীরে
আটকালেইবা কী
সময়ের ছুরিতে সবই কুপোকাত
আমি এখন ধরা-ছোঁয়ার বাইরে
দূর সীমানায় পরিভ্রমণ রত
শুধুই অবলোকন করি তোমার যত … !!!


ফিরোজ, দিলকুশা, ০৭/১১/২০১৭