তোমার কপালের ভাঁজে
শুধুই সন্দেহের বীজ
চোখ থেকে অনবরত নির্গত সৌর-অনল
কণ্ঠ হতে ছোটে
বক্ষ বিদীর্ণ তির্যক কথার বাণ
দিনের পর দিন একই অন্ধকারের হানা
আমি নির্দোষ কাপুরুষ
নিয়ত ক্ষত-বিক্ষত
গড়ে ওঠে রক্তাক্ত অন্তর-অধ্যায়
হৃদয়ে কুজ্ঝটিকা করে ভর
অন্দর কুঠরিতে বাজতে থাকে
বিষাদের সংগীত নিত্য-অহরহ।


ফিরোজ, ২৫/০৫/২০১৬, দিলকুশা