এক নির্জন নিঃসঙ্গ দ্বীপে
মহান ইচ্ছার বাতিঘর
সে ঘর স্পর্শে বোরাক গতির ছোটা
বহু নগর-বন্দর গিরি-কন্দর পেরিয়ে
গিরিতরঙ্গিণীর ফণা, ঝঞ্ঝা-ক্ষুদ্ধ সাগরের আলিঙ্গন
তবু যোজন যোজন দূরে সে ইচ্ছার বাতিঘর
শোণিতাক্ত দেহে ক্লান্তির অবসাদ
নিয়তির মহা-খেলায় বিদ্ধ শের৷


তবু হার না মানি, নব উদ্দীপনা, নতুন উদ্যম
পথ চলে মহাবীর, অদম্য যুদ্ধে নিয়ন্তার বর
নক্ষত্রের অগ্নি তেজে উজ্জ্বল আলোক জ্বালি
বিশ্ব-আলোকিত করে বাতিঘর৷


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২৯/১/২০১৬