দুনিয়াকে অন্তরে নিয়ে ব্যস্ত কাটি
ভ্রূক্ষেপ নেই কোনদিকে
শুধুই হাঁটি, হেঁটে-হেঁটে বহুদূর
কখনো বিরতিহীন দৌড়ে চলি - উল্কার বেগে
কিছু বুঝে উঠার আগেই
জীবন-ঘড়িতে বেজে গেলো আঠারোটা
খুঁজে দেখি সারনির্যাস, বিনিময় ...
সাকুল্য প্রাপ্তি - কিছু যশ খ্যাতি, কিছু সম্বোধন
বড়জোর কিছু ঐশ্বর্য।


অতি উৎকণ্ঠিত চতুর্থলগ্নে
উল্টেপাল্টে দেখি পরপারের জমাখাতা
কোনভাবে মেলেনা হিসাব
বারবার মিলিয়েও ফলাফলে গরমিল
অনন্ত পরোলোকে
উপার্জনের যোগফল শূন্য।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১৭/০৪/২০১৫