একটা সবুজ ফসলী ক্ষেত
একটা কুঁড়েঘর
তিনটি ছোট্ট শিশুর চঞ্চলতা-উচ্ছলতা
একটা সুন্দর পরিবার
প্রত্যাশার আওতা খুব বড় নয় তাদের
তিন বেলা খেয়ে-পরে তাই তারা সুখী ।


উগ্রতার নিকৃষ্ট শকুনের চোখে
জ্বলে ওঠে বিষাক্ত বেগুনি দাহ্য-আলো
ফসলের ক্ষেত এখন ধূসর
আগুনের নীল রশ্মি-দহনে কুঁড়েঘর পুড়ে ছাই
অজ্ঞাত গণকবরে ঠাঁই মেলে শিশুদের
মায়ের কোন খোঁজ নেই
পরিবারের একমাত্র সদস্য এখন নিঃসঙ্গ পুরুষ
একদা তরতাজা উদ্ভাসিত পরিজন
এখন এক বিরান উদাসী বাতাসের ঢেউ ।


পুড়তে থাকে নিয়ত
আরাকান এক অগ্নিকুণ্ডের নাম
বিষাক্ত হলাহলে সারা দেহ নীল ।


কোথায় আজ
মহতী বুদ্ধ, অহিংস বাণী !
হারালো কোথায় শান্তি-নোবেলের
কোমল ঝরনাধারা !
বিশ্ব-বিবেক কণ্ঠ কোথায়
তবে কী মানবতা আপেক্ষিক !!
আসলে ওরাতো মানুষ নয়
ওরা রোহিঙ্গা ... !!!


ফিরোজ, দিলকুশা, ১৫/১১/২০১৬