আহারে! আনমনে অবহেলায় ঘুরতে থাকা কালের কাঁটা
যদিও সময়ের ধূমকেতু-গতি
সময়ের পালে পালে হাওয়া লেগে দোল খায় ঘটনা
প্রাচুর্যতে মোহাচ্ছন্ন কবর দেখা অবধি
মৃত্যুকালে উদাসীন জীবনের আফসোস


ঘড়ির কাঁটায় জমে থাকা নিদর্শন
নিয়ম ও সময়ের সুনিপুণ পরিকাঠামো  
অবিরাম ছুটে চলে-
আকাশ-বাতাস, চাঁদ-সূর্য, গ্রহ-তারা, ধরিত্রী-মহাবিশ্ব
সময়ের ফুলে ফুলে গেঁথে দেয়া মালা-
গভীর রজনীতে বিশ্রাম কিংবা একান্ত একাগ্রতা
দিবসের মধ্যভাগে উজ্জ্বল উদ্ভাসন
সুবহে সাদিকে-প্রভাতে বিশ্বাসের নবায়ন এবং নতুন শপথ
দিবসের শেষে সন্ধ্যা হোক শুভকর


স্রষ্টার দান, শ্রেষ্ঠতর নেয়ামত-
বার্ধক্যের আগে যৌবন, অসুস্থতার উপর সুস্থতা,
দারিদ্রের আগে স্বচ্ছলতা, ব্যস্ততার উপর অবকাশ,
মৃত্যুর আগে জীবন
জীবনের দীর্ঘ রেখা হোক নেক আমলে পূর্ণ
সাওম ও তার শেষ দশকে আসুক বিশ্বাসে-কর্মে বিপুল অর্জন


রাত-দিনের বিবর্তনে কৃতজ্ঞ চিত্ত
কালের বাঁধন ছিঁড়ে ছিনিয়ে আনে কালান্তরের অমরত্ব।


ফিরোজ, মগবাজার, ১২/০৯/২০২১