আমার অঙ্গটাকে ছেদন করে কাঁটাতারে ঘেরা
কাঁটার আঘাত অন্দরেও হৃদয়টা তাই চেরা
দুইভাগে ভাগ করে দেহ মাঝখানে এক রেখা
নাড়ির টানে স্বজন তারা আপন হয় না দেখা।


একই দেহের দুই অংশ মনটাতো নয় ভাগ
অনল দহন জ্বলে কালো মনে কয়লা ফাগ
ঘুম পাড়ানি ভুল-ভুলানি বিবশ অবশ কথা
কাটলো বছর অর্ধশত এ অন্তর তলে ব্যথা।


ইতিকথার টানে বাঁধন ছেদন করে স্বাধীন
এপার যখন মুক্ত অংশ ওপার কেন অধীন?
খুঁজে খুঁজে স্বরূপ সবাই নিজের আলোয় এসো
গিঁটার বাঁধন ছিঁড়ে ছিঁড়ে একক দেহেই মেশো।


কাঁটাতারের ঘেরাও ছেঁড়া আপন মনের ঝোঁক
এক মনের একক দেহ আবার তেমন হোক।


ফিরোজ, মগবাজার, ১০/০৩/২০২১