খামু কি, গলায় দড়ি দিমু
পাষাণ অন্তর একটুও স্পর্শ করে না


ধমনীতে প্রবাহিত রক্ত
ফোঁটা ফোঁটা ঘাম হয়ে ঝরে
ঘামে ঘামে জড়ো করা সঞ্চয়
এইতো সবেমাত্র - সঞ্চয় ও ধার দেনায়
কেনা হলো তিন চাকার বাহন
বাহনটিতে ভর করে রুজি ও রোজগার
স্বপ্ন বোনে কুব্বাত আর তার পরিবার
স্নিগ্ধ শীতল হাওয়া দোলে ঝুপড়ি ঘরে
আকাশের নীল ছুঁয়ে
তাদের স্বপ্ন ও দৃষ্টির মিলন হয় দিগন্তে


হঠাৎ বুলডোজার কেড়ে নিল সম্বল
ভেঙ্গে দিল তিন চাকার বাহন
যেন দেহ হতে শুষে নিল রক্তের শেষ ফোঁটা
সর্বহারা-নিঃস্ব এখন কুব্বাত আর তার পরিবার
বৃক্ষটির অসহায় আকুতি, রোদনের ধারা
গড়িয়ে পড়ে কপোলে
কেমনে কিস্তি দিমু …?
খামু কি …? গলায় দড়ি দিমু
পাষাণ অন্তর কখনই স্পর্শ করে না …!


ফিরোজ, দিলকুশা, ০৭/১০/২০২০