মাথার ঝাঁপিতে কিলবিল পোকা
খলবল ভাবনাগুলোর বড়ই উৎপাত
বর্ণমালায় আবদ্ধ হয়ে ভাষা পেতে চায়
ভাবনাদের কেউ কেউ ধরা দেয় না মোটেও
পাখি হয়ে উড়াল দেয় দিগন্তে
যেন স্পর্শ এড়িয়ে যায়
কেউ-বা আবার বর্ণ-জালে আটকা পড়ে
ভাষার শিল্পী - শব্দের কারিগর
ভাবনাগুলো বর্ণমালায় গেঁথে-গেঁথে
গড়ে তোলে এক মহা-কবিতা
অথচ সে কবিতা যখন
মিটি-মিটি চোখ মেলে আলোতে
সংশয়-দোলাচলে মনে হয়
এ-তো কবিতা নয়
যেন কতক খিস্তি-খেউড় ... !


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১৩/০৪/২০১৬