অতিমারি - মানুষ মরে
ক্ষুধায়ও মানুষ মরে, বরং অধিক মরে
মহাব্যাধি জাপটে ধরে বুক - শ্রেণী নির্বিশেষে
সম্ভ্রান্তের বক্ষপানে একটু বেশিই ঝোঁক
আর ক্ষুধা জড়িয়ে থাকে দরিদ্রের অঙ্গ-প্রত্যঙ্গে
অতি সচেতন - আশরাফ কুলীন যারা
লকডাউন - মহামারী প্রতিরোধ
কিন্তু ক্ষুধায় আলিঙ্গন করে গরিবের শরীর
করোনা-১৯, মানুষ মরে
লকডাউন …
ক্ষুধায়ও মানুষ মরে
আমরা যে ক্ষুধাতুর কাক
কা … কা … করেই সার …!


ফিরোজ, মগবাজার, ১১/০৭/২০২১