এখনো ! এখনো বোধহয়
দায় মেটাবার বহু বহু পথ বাকি
ভিমরুল বচনের হুলে
প্রতিনিয়ত আঁতড়িও নীল হয়
হৃদযন্ত্রের তড়াক তড়াক শব্দে
পাথরেরও ঘুম ভাঙে
তোমার অনুভূতি তবুও বেহুঁশ
বড়শিতে গেঁথে যাওয়া মাছের মতো
অবিরত তড়পাতে থাকি
তুমি তখন মৎস শিকারীর স্ফুর্তি খোঁজ
নির্বিবাদে চুপচাপ সহে যাই
আমি কিন্তু মোটেও ভালো নই
অবিচারের পাণ্ডুলিপির তালিকাটা
খুবই দীর্ঘ হলেও
তবুও তুমি অতি আচ্ছা বেশ !


ভারী মুগ্ধ হই, মুগ্ধইতো
তোমার বোধিবৃক্ষের ছায়াতলে
নির্বাণ খুঁজতে হবে, খুঁজতেই হবে !!!


ফিরোজ, দিলকুশা, ১৩/১১/২০১৭