হে শব্দের কারিগর ! তুমি কবি
হৃদয়-ফাগুন বনে ঝরাপাতার গান
মনের আকাশে থোকা থোকা শুভ্র মেঘের দোলা
দৃষ্টি সৈকতে আছড়ে পড়ে ঢেউ-চঞ্চল প্রাণ ।


আজি বাজে বিষণ্ণ বিউগল, আঁখি ছল ছল
ধানের শীষে মাতাল হাওয়ার দোলা, পাখির কণ্ঠে সুর
শ্রাবণ বরিষণে প্রাণের বহতা নদী, টইটম্বুর জল
রাঙালো দিক দিগন্ত, নিসর্গের চমকিত বসন্ত-আবীর ।


শৈশব-কৈশোরের কবি, গ্রাম্য পুকুরে
অনম্বর বালকের অশান্ত ঝাঁপাঝাঁপি
শীতের দুপুরে নিরম্বু জলাশয়ে
মাছ ধরার মাতামাতি ।


যৌবনে কবি, অন্তরতরে ছবি
গ্রাম্য বধুর লজ্জারাঙা আনত মুখ
বিভোল প্রণয়ে তৃষিত নয়নে
খুঁজে ফেরা প্রশান্তি সুখ ।


পরিণত কবি, নীরের মাঝে রয়ে খোঁজ জলধির তীর
সবুজে সবুজে ছাপিয়ে তোলা মরুভূমির রুক্ষতা
নীলের মধ্যে বসে দেখো ভুবন অধীর
মায়ার সাগর জলে ভাসে সকল নির্মমতা ।


অনেক দশক আগে হারিয়ে যাওয়া
মায়ের স্নেহমাখা বিমুগ্ধ চেতন
মানবের জয়রথ, মহা উল্লাসে
উড়াও পুলকিত শান্তি কেতন ।


ফুটপাত-আইল্যান্ডে রাত কাটানো
পথকলি ছিন্নমূলের দুঃসহ দুঃখগাথা
কবির নিরাকুল হৃদয় কাঁদে
কষ্ট হরফে লেখা হয় মনের শত পাতা ।


এ শহরে ইট পাথরে নির্মিত
সুউচ্চ দালান কোঠা
অলিতে গলিতে শ্রমজীবী মানুষের
ঘাম ঝরে ফোটা ফোটা ।


কবির বিদগ্ধ চেতন, খানজাহানের বিখ্যাত ষাটগম্বুজ
হাজার বছরের হারিয়ে যাওয়া অমর কীর্তিগাথা
ঐতিহ্য প্রেরণায় সমুজ্জ্বল সোনারগাও
ঈশা খাঁয়ের সুনিয়ত স্বাধীনতা ।


কবি স্বপ্ন দেখাও, উত্তপ্ত অঙ্গারে বসেও
গড়ো স্বপ্ন বসত মেলা
সদাই ফেরি করে বেড়াও স্বপ্ন
কবি, স্বপ্নের ফেরিওয়ালা ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২৭/০২/২০১৫