একদিকে দৃষ্টি দিয়ে দেখি
ভ্রু কুঁচকে আছে
হঠাৎ ফসকে গেল তির
লক্ষ্যহীন অভিমুখ
না জানি কার বুকে বেঁধে !


নিদারুণ দাহ, সেই থেকে শুরু
তিলে তিলে ক্ষয়ে ক্ষয়ে একটু একটু দায় শোধ
গর্দানে জাপটে ধরা পাপের বোঝা
কেন যেন পাপের বিনাশ নেই, একটুও কমে না
নিত্য নতুন প্রতিশোধের ছুরি
প্রতিনিয়ত খোঁচা মারে হৃৎপিণ্ডের গভীরে
বাম নিলয়ে ক্রমাগত পচন ধরে
ব্যথার তীব্রতায় অসহ্য আর্তনাদ ৷


ইদানীং মন বড় উচাটন
পাপের শিকল হতে মুক্তি চায়
হাতড়ে হাতড়ে পথ খোঁজে, তবু শিকল ছেড়ে না
হয়তো এভাবেই একটু একটু ক্ষয়ে ক্ষয়ে
অমোচনীয় যন্ত্রণায় জীবনের পরিসমাপ্তি ৷


ফিরোজ, মগবাজার, ০২/০৫/২০১৯