কেউবা ছোটে শহর পানে, ছিটেফোঁটা লেখাপড়া
সহজ পথে যোগাড় রুজি, কীবা কভু কোন কালে?
শরম ছেড়ে কর্মকাণ্ডের, কর্মশালা হাতেগড়া
কঠিন শ্রমে পোষাক কর্মী, মুষ্টি ভাত দিতে গালে।


জন্ম যেথায় সেথায় ছিল, শতশত ফুল-পাখি
গাছ গাছালি সবুজ ঘেরা, গুল্মলতা নেই শেষ
নিদান ভাপে বইছে বায়ু, নিত্যদিনে শুধু ফাঁকি
রুক্ষ এখন শহর ভারী, না-মায়াবী বাংলাদেশ।


তোমরা যারা পোষাক কর্মী, ফোঁটা ফোঁটা রক্ত-ঘাম
শ্রমের কলে জমছে কড়ি, তাতে কোন নেই ভাগ
পেটের খোরাক অল্প কিছু, তাতে খুশি তাতে দাম
কথায় কথায় ছড়ি ঘোরে, বলে তোরা ভিক্ষা মাগ।


নদে গমন নদে জীবন, সহজাত নেই পথ
নদ-নদীর উৎসে বাঁধ, কাঁদে চরা বুকে ক্ষত।


ফিরোজ, মগবাজার, ১৫/০৫/২০২০