শোষণ ছিল শাসন ছিল আর ছিল অবিচার
মহান যুদ্ধের মুক্তিযুদ্ধ পাই ফিরে স্বাধীনতা
অসীম তেজে বীর জনতা কেড়ে আনে অধিকার
স্বাধীনতার হালজামানা কেনো ভুলো মর্মকথা?


বন্য বয়ান পেশীশক্তির ওরা গণতন্ত্র কাড়ে
জোর যাদের দেশ তাদের তেমন নীতিতে চলে
ভাঙ্গন ধরে এমন নীতি দেশটা ওরাই ছাড়ে
এখন কেনো জোরের নীতি তেমন কথাই বলে?


যদি ভালোবাসো রেখে তুমি দেশের প্রতি দরদ
সব কিছুতে তোমার কথা তবে কেনো হবে শুদ্ধ?
আপন দেশে আপন জনে শুধু করছো গলদ
অধিকারে মুক ও বধির তবে কেনো মুক্তিযুদ্ধ?


এখন কেনো গণতন্ত্রের হলো জরাজীর্ণ বেশ?
তবুও আছো প্রাণের মাঝে প্রিয় তুমি বাংলাদেশ।


ফিরোজ, মগবাজার, ১৭/০৫/২০২০