সেদিন গল্প শুনেছিলাম কর্ম-কথার ছলে
অকালে ঝরে পড়া কচি পাতার গল্প
বুকের কোথায় যেন অদৃশ্য চিনচিনে ব্যথা
তবু উহ ! আহ ! শব্দ নেই
অসহ্য স্থবিরতায় মুখে লাগাম আঁটা
ডিজিটাল লক, চতুর্দিকে সুনসান নিস্তব্ধতা …
পাঁজরের ভেতর হতে কেবল
শব্দ শোনা যায়, ধকধক - ধকধক - ধকধক ।


এখন কলমও যেন কথা বলতে ভুলে যাচ্ছে
হারিয়ে যাচ্ছে ছাপার অক্ষরের
তৃপ্তিকর সুখ-কথা, দুখ-কথা, প্রতিবাদ-বিদ্রোহী কথা
অনিয়ম আপত্তির কথা, কথার ফুলঝুরি
আহা ! ডিজিটাল স্নায়ুকোষ জেগে উঠলো
ডিজিটাল কথার বিস্তার এদিক-সেদিক, সবদিকে
বেফাঁস কথাতে পোক্ত আসন ভারী উদ্বিগ্ন
আঙুলের ডগাতে কার যেন কারসাজি
স্নায়ুকোষে আপন নিয়ন্ত্রণ
তাই বুঝি আকারে ইঙ্গিতে আড়াল-কথা ।


বুকের ছাতি ফাটা অসহ স্তব্ধতা … !
দুঃসহ জঘন্য নীরবতা ফুঁসে ওঠে
ভাষাহীনতায় বিদ্রোহী কথা কয় … !!!


ফিরোজ, মগবাজার, ৩০/০৯/২০১৮