অনাকাঙ্ক্ষিত অঘটনে আপন স্বরূপ ভয়ানক
অনুপম কুরসিনামা সুসজ্জিত কোহিনূরে
আটকে গেলো কুরসি কচ্ছপের দাঁতে
কেদারার তলদেশে প্লেট-ফল্টে মহাবিচ্যুতি
অনাচার, পঙ্কিলতার বিবর্ণ গহ্বর
ভয়ঙ্কর কম্পনে উত্থিত মহাপাপের অগ্নিকেতু
তবু যেনো চারপাশে, সবখানে
অসহ্য অস্বস্তির নিস্তব্ধতা।


বিক্ষিপ্ত ছড়িয়ে দেয়া থোক থোক লোভাতুর বখরা
লালা ঝরে রাক্ষসের লোলুপ জিহ্বা হতে
কচ্ছপের দাঁত কিনে নেয় - পাকাপোক্ত সিদ্ধহস্তে
অন্য যারা, নিজেকে বিকিয়ে দেয়
প্রলুব্ধকর বখরার প্রতি
পূজায় পূজায় সঁপে দেয় ফুলে ফুলে ডালি ভরা অর্ঘ
কচ্ছপের দাঁতে
পেশী, বাহুবল, সকলেই নতজানু
শক্তির উন্মাদনা একমাত্র তারই দন্তে।


অন্তরে গেঁথে রাখা মানচিত্র
ক্ষরণে ক্ষরণে রক্তাক্ত হতে থাকে ক্রমাগত
ধীরে ধীরে এগিয়ে যায় নিঃশেষ হবার পথ ধরে
মানচিত্রে আজ দৃশ্যমান বিক্ষিপ্ত বিবর্ণ গহ্বর
হায়রে অপরিণামদর্শী হতভাগা!
সবখানে তবুও যেনো অসভ্য নীরবতা … !!


ফিরোজ, মগবাজার, ১৭/০২/২০২১