ক্লান্ত-শ্রান্ত দেহ অলস এলিয়ে
আঁধারে নিদ্রাঘোর নিশীথের
নিশিরানি-ফুল মেলে দেয় পাপড়ি
আবিষ্ট-আবেশে ঝরে সুবাস-শিশির
অরুণ কিরণে ঘুম ভাঙ্গে নিশীথের
জেগে ওঠে কলরবে ভোর
দিবস-আলোর রেখায় গায়ে ওঠে জ্বালা
নিশিরানি লুকায়, সে খোলসে স্থির
নিশাচর জীবগুলো নিশীথেই ভাল থাকে
রাতের কর্মে তারা শ্রেয় ঢের
রাতের আঁধার ছেড়ে নিশাচর দিনে এলে
অপাঙ্‌ক্তেও গ্লানি তব করে থাকে ভর
আড়ালের দিনলিপি থাকে যেন নিভৃতে
প্রকাশ হোক তাই-ই যা-কিছু সদর।


ফিরোজ, পল্টন, ০২/০৬/২০১৬