আধিপত্যে বলবান
ধরাকেও সরা জ্ঞান
তালে ও বেতালে হলে
মহা গরিয়ান


মাটিতে পড়ে না পা
হেলে দুলে চলে গা
শক্তির বলয়ে ভারী
গরম শরীর


কথায় কথায় শান
শুধু দূর দূর
মুখেও কেবল বাজে
অবজ্ঞার সুর


ওহে ব্যাটা শুনে নাও
যা পাও তা খেয়ে নাও
অহং শিখর চূড়ায়
বাড়ি পড়ে ছাদে
গল গল ঢেলে পড়ে
মস্তকের ঘিলু


ফিরোজ, দিলকুশা, ২৪/০৩/২০২০