চপলতা ভৈরবের এঁকেবেঁকে যায়
দাঁড় টানে মাঝিদল ভাটিয়ালি গায়
সাজে কাল অপরূপ নদের দুকূল
শিমূলের ডালে ডালে লালরঙা ফুল ।


বরষায় ঝরঝর ধারা খরতর
হৃদয়ে সে নদ যেনো বহে তরতর
কুলবধূ কলসিতে পানি নেয় কাঁকে
ফেলে আসা স্মৃতিগুলো শুধু পড়ে থাকে ।


বাধা পড়ে গঙ্গা-ধারা জলাঙ্গি স্রোতের
প্রমত্তা ভৈরব যেনো হয় মরমর
অন্তরে অসহ ব্যথা হারানো বৈভব
চেতনায় কাটে দাগ নয়নে ভৈরব ।


বারবার পড়ে মনে নিকট স্বজন
ভৈরব হে নদ তুমি হৃদয়ে ধারণ ।


ফিরোজ, মগবাজার ১৯/০২/২০২০