এক খেয়ালের গল্প কথা আর ছলনার ছল
গুপ্ত বোধের সুপ্ত চাওয়া না-যায় পাওয়া তল
জবরদস্তি জোরদখলে জেল জুলুমের ভয়
নিরুদ্দেশের নেই ঠিকানা অনেক অনেক ক্ষয়।


কঠোর হস্তে ফর্দ ধরায় মর্দগুলোর পীড়ন
মন্ত্রে যন্ত্রে নেয় কেড়ে নেয় সিদ্ধ ধারার বচন
কণ্ঠরোধের রুদ্ধ তালায় খিড়কি আটক ঘর
আপন যারা ছাড়ছে তারা আপন ভীষণ পর।


দুর্ভরে ভর ক্লান্তি জ্বালায় বড়ই একলা থাকা
এ ধারাতে এমনি বিধান পথটি যখন বাঁকা
মানুষ যতো ভাবনা ততো আরো অধিক মত
পথ চলেছে পথ চলেছে পথের উপর পথ।


জানলাগুলো থাকনা খোলা, থাকুক সত্য কথন
তোমার কথা, আমার কথা, সবার মতে যতন।


ফিরোজ, মগবাজার, ২৩/১১/২০২০