চারিদিকে অশনির কাল বেলা ধায়
দুর্যোগের ভয় যেনো কুরে কুরে খায়
ভোর বেলা বাবা ছোটে জীবিকার তরে
অবুঝ শঙ্কাতে মেয়ে হাঁসফাঁস করে
দোয়ারে দাঁড়ায়ে আছে মা হারানো মেয়ে
গোধূলিতে প্রতিদিন কাটে পথ চেয়ে
লাল আভা গোধূলির মনে তার ভয়
দিশেহারা চোখ তার কি জানি কি হয়।


চাল চুলা দুটি প্রাণ পদ্মা পারে চর
ঐ কোণে ছোট্ট কুটির বাবা মেয়ে ঘর
এমনই ছবি আঁকা প্রতিদিনের পটে
সংসার সংগ্রামে তারা নিত্যদিন তটে
বাবা মেয়ের সংসারে দুঃখ হাসি ভয়
এমন জীবন ছবি কভু শেষ নয়।


ফিরোজ, মগবাজার, ১৯/০২/২০২১