ইন্দ্রিয় রাডারে দৃশ্যমান জগত
বিবেক-বিচারে অসম
বিবেক-মানুষ-বিশ্বজগৎ বিধাতার সৃষ্টি।


বিবাগী মন
এ ধরায় খুঁজে ফেরে সার্থক জনম!


সতত নিত্য-সত জনে
কেন অবিচার, অন্যায্য দায়ভার?
অসাধু-মন্দ জনে অবনত জগত-ঐশ্বর্য
পায়ে ঢালি অবিরাম রূপ-রস
ফুল-ফল, আহার-বিহার।


কিংবা ধরা যাক
এক পাষাণের অসংগত আঘাতে
লুটে পড়ে ধরাতলে দু'জনা প্রাণহীন
এ জগৎ সংসার
পারে কি শোধাতে - দুবার দণ্ডিতে
একই ঘাতকের দুটি জীবন।


বিবেকের অর্থলিপ্সা
ধর্ম-অধর্ম, পাপ-পুণ্যের অনুপুঙ্খ বিচার
এ-কাল নিরত্যয় ব্যর্থ
তবে কি বিধাতার বিশ্ব অসম্পূর্ণ
তিনি কেন সৃজিলেন বিবেক।


বিবেকের অভিরূপ ইন্দ্রিয়াতীত পরকাল
মৃত্যু গড়ে দেয় সেতুবন্ধন - এ জগৎ  সে জগৎ
এ-কালের ভাল-মন্দ প্রতি কর্মের
চুল-চেরা প্রতিদান
পরকালে - শুধুই বিধাতার খেলা।


ফিরোজ, শান্তিনগর, ০৫/০৪/২০১৬