আসলে প্রত্যেক কবিরই একটা একান্ত নিজস্ব জগত রয়েছে। সেখানে কবি শর্তহীন স্বাধীন, এ জগতে কবি আপন মনে ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়, এখানে সেই রাজা, সেই প্রজা, সেই বৃদ্ধ, সেই যুবক-তরুণ, সেই শিশু, সেই দার্শনিক, সেই অতি সাধারণ, ইত্যাদি। এ জগতের খবরগুলো কবিতা হয়ে প্রকাশিত হয়। এখানে কেউ নিগড় পরাতে চাইলে সে খবরের প্রকাশ বন্ধ হয়ে যায়।