কিছু কিছু 'আইলান কুর্দির' ঘটনা
কিংবা বোমায় ধ্বসে পড়া বসতির নীচে
অসহায় আটকে পড়া সিরীয় শিশুটি
অথবা বুলেটে ক্ষতবিক্ষত স্তব্ধ জনপদ
রক্তাক্ত ফিলিস্তিনী শিশু
হৃৎপিণ্ড ঝাঁঝরা হওয়া স্বাধীনতাকামীর বুক
ক্ষণিক নাড়া দেয় বিশ্ব-হৃদয় ৷


অতঃপর সব বিবেক ম্রিয়মাণ উদাসীন
চমকিত ঝলমলে সভ্যতার সুরাপানে বুঁদ
নেশাগ্রস্ত মগ্নতা, চৈতন্যহীন, বেখবর
চলতে থাকে
কুশীলবের ক্রমাগত যুদ্ধ যুদ্ধ খেলা
ক্যামেরায় ভেসে ওঠে
নিরন্ন, নিপীড়িত, বুভুক্ষ শিশুর বিশীর্ণ ছবি ৷


তবে কী
এ ধরণীর নিয়তি পঙ্কিল গহ্বরে
জমকালো সভ্যতায় হারিয়ে যাবে মানবতা
বিবেকহীন এমন সভ্যতা আর কতদিন !!


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১৪/১০/২০১৬