(তৃতীয় পর্ব)


মহান স্রষ্টার অনন্য শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ
সর্বোত্তম অবয়ব-কাঠামোয় সৃষ্ট, স্রষ্টার প্রতিনিধি
তাঁর অসীম কৃপায় বস্তু-জ্ঞানে সমৃদ্ধ মানুষ
ফেরেশতা হতে উচ্চ মর্যাদার ভিত সে জ্ঞান ৷


মানুষে অর্পিত হলো শ্রেষ্ঠ কাজের দায়ভার
সত্যের বিধান দিলেন স্রষ্টা
মর্যাদাকর শ্রেষ্ঠত্বের আনুষ্ঠানিকতায়
আদমকে সিজদাবনত ফেরেশতাকুল
ইবলিস ছাড়া সব সৃষ্টি হলো মানুষের অনুগত
স্রষ্টার নির্দেশে মানবাত্মার এ এক
মহৎ হতে মহত্তর দৃঢ় অবলম্বন ৷


শ্রেষ্ঠত্বের প্রতিহিংসায় ইবলিসের(শয়তান) বিদ্রোহ
মানব সৃষ্টিতে রয়ে গেল মহাবিতর্ক
এ বিতর্ক মহান স্রষ্টার গোপন রহস্যময় হিকমত
পরস্পর প্রতিযোগী মানুষ ও ইবলিস  
যুদ্ধ চলে নিত্য অহরহ
এ যুদ্ধ বিজয়ে মানুষকে দেয়া হলো
সর্বোত্তম নেয়ামত - জ্ঞান ও আকল(বিবেক) ৷


মানবজাতি সৃজিলেন স্রষ্টা
এক পুরুষ ও এক নারী হতে, পরস্পর পরিচিতিতে
বিভাজিত হলো জাতি-গোত্রে
মানুষের বিশুদ্ধতম আনুগত্যে
ভক্তি-শ্রদ্ধায়, অকৃত্রিম ভালবাসায়
মহান স্রষ্টার সন্তুষ্টি ৷


হৃদয় আছে তবু যে মানুষ উপলব্ধি করে না
দৃষ্টি আছে কিন্তু কিছুই দেখেনা
কর্ণ আছে তবু কিছুই শোনেনা
গাফিলতির অন্ধকারে নিমজ্জিত সে মানুষ
পশু হতে নিকৃষ্ট অধম  
অনুপুঙ্খ হিসাব হবে বিচার দিবসে
মানুষের জ্ঞান ও আকলের ব্যবহারের উপর ৷

নিজেকে রাঙিয়ে নাও স্রষ্টার গুণে
মানুষের শ্রেষ্ঠত্ব তাঁর প্রতি আনুগত্যের মাত্রায়
বিশ্বজগতের রাজত্ব স্রষ্টার
যা ইচ্ছা সৃষ্টি করেন তিনি
চিন্তাশীলদের জন্য নিদর্শনই যথেষ্ট
নিশ্চয় যারা
ঈমান এনেছে ও সৎকাজ করে
তারাই সৃষ্টির সর্বোৎকৃষ্ট ৷


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১২/১১/২০১৬