খাটের নিবাস শীতের এক রাতে
অস্থির সমাচ্ছন্ন নিমেষেই ছুট
নিরালে রাতের শহর বিক্ষিপ্ত পায়চারী
এ শহর নিঝুম পিনপতন
কতগুলো পথকলির ভাগাভাগি ফুটপাত
শীতকাঁটার আঘাতে গুটিসুটি কুঁকড়ে আছে
পচা নারিকেল গাছের কড়া পোকা
নোংরা শতচ্ছিন্ন কাপড়ে
পাগলিটা, বেওয়ারিশ কুকুরগুলো মিশে আছে
যাত্রী ছাউনি ওম খোঁজে
শুনশান রাতের শহর
বড় নির্জন, বড় অমানবিক ৷


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২১/০১/২০১৭