(১)  নষ্ট মানস


মানসিকতা নষ্ট হলে উদারতা লোপ পায়
বাঁকা চোখে সোজা মানুষটাকে কুঁজো মনে হয়
ছোট মন সবসময় ছিদ্রান্বেষণে ব্যস্ত
তাই হয়তো লোকে বলে
জন্ডিসের রোগীর চোখে পৃথিবীটা হলুদবর্ণ ।


(২)  অধঃপতন


মুক্তির কথকথা যখন প্রায়-দেউলিয়ার
কারবারী পুঁজি হয়, বাড়তে থাকে
স্বাধীনতার কচকচানি খেলা
অথচ হায়েনার সব অনুষঙ্গ বিদ্যমান
বাক বাকুম বোল দিয়ে মুক্তির স্বাদ জোটে না
অধঃপতনের পথে শুধুই চলতে থাকা ।


(৩)  ঠেস


কালবৈশাখী ঝড়ে মাটিতে শুয়ে পড়া
কতগুলো ফলবান পেঁপে গাছ, কলা গাছ
বাঁশের খুঁটির ঠেসে
মাথা তুলে আকাশে তাকিয়ে থাকার ব্যবস্থা
যেন ফলগুলো ঝরে না গিয়ে টিকে থাকে
মাঝে মাঝে কিছু সম্পর্ক
ঠেস দিয়ে টিকিয়ে রাখতে হয় ।


ফিরোজ, দিলকুশা, সিদ্ধেশ্বরী, সিদ্ধেশ্বরী, ১১/১২/২০১৬, ০৪/০১/২০১৭, ০৯/০১/২০১৭