১)  ভাঙন


কোন কোন ভাঙন
নতুন করে গড়বে বলে,
কিছু কিছু ভাঙন
শুধুই ভাঙার জন্যে,
কেউ কেউ ভাঙে
অসভ্য অসামাজিকতায়,
কেউবা ভাঙে লক্ষ্য নিয়ে
কারো নতুন কিছু গড়ে দেবার ।


২)  অতিবাসনা


সোনার হরিণ স্বপ্ন
ঘুর পথেতে হাঁটা
বাঁকা চোখের চাহনি
নিয়ত বেঁধে কাঁটা
উদ্দাম রাতের গান
ধূর্তামি ফাঁদ পাতা
আপন কর্মে আটক
নীল বিষেতে ব্যথা ।


৩)  চেতনা


দুর্বৃত্তের হাতে চেতনা উজ্জ্বল
লুটপাটে বেহিসাব
চেতনার ব্যবসা মহাসরগরম
গিলে খায় সে-ই সব ।


ফিরোজ, সিদ্ধেশ্বরীর পথে, ২৪/০১/২০১৭; দিলকুশা, ২৫/০১/২০১৭; সিদ্ধেশ্বরী, ২৭/০১/২০১৭