প্রান্তীয় জীবনের প্রতিটি প্রহর আঁধারে জড়ানো
কেন্দ্রের চমকিত ঝলকানি
- কী যায় আসে !


সহস্রে একজন অতি মালদার
একার অধিকার বাকি হতে বিস্তর
হিসাবে মাথাপিছু বন্টন - বেশ উজ্জ্বল অঙ্ক
ভোগের অধিকার একজনার
- কী যায় আসে !


সাপের মতো আঁকাবাঁকা উড়াল সেতু
সাঁই সাঁই ছুটে চলে, পিপ পিপ আওয়াজ
তবু ঠাসাঠাসি-চাকায় স্থির পা
- কী যায় আসে !


পথে পথে ত্রস্ত পথিক
ঘরে ঘরে ভীত-কম্পিত হৃৎপিণ্ড
নওজোয়ান সবুজ বৃক্ষ নেশাতুর বুঁদ হয়ে হলদেটে
মোড়ে মোড়ে চেকপোস্ট, ঘরে ঘরে তল্লাশি
- কী যায় আসে !


অনিয়ম - অবিধিতে ফেঁপে ওঠে দেহ-মন-আঙ্গুল
দিগন্ত ছাড়িয়ে ওপারের খাজাঞ্চিখানায়
পাচার হয় সক্ষমতার সার-রস-নির্যাস
সকল বহির্গমন পথে
এনালগ, ডিজিটাল, ম্যানুয়াল প্রতিরোধ
- কী যায় আসে !


ভণ্ডামি-কপটতা ঢেকে রাখার জবরদস্তি আঁটসাঁট বাঁধন
প্রান্তীয় মুখে শব্দহীন কথা
হে আমার বন্ধু ! হৃদয়ে হাপরের আগুন
দ্রোহ হয়ে বাতাসে ভাসে !


ফিরোজ, দিলকুশা, ১১/১০/২০১৮