কথা অস্পষ্ট হলে
সে কথা কার জন্য


ছবি কথা না বললে
সে ছবি বিনোদনহীন


ভাষায় প্রেরণা না থাকলে
সে ভাষা অনুজ্জ্বল


শিল্প আকাঙ্ক্ষিত না হলে
সে শিল্পের মর্ম কি


ছন্দ বর্ণহীন হলে
সে ছন্দ অপ্রকাশিত


জীবনের
সব কথা - সব ভাষা
সব ছবি - সব শিল্প
সব ছন্দ
হয়ে উঠুক প্রমূর্ত কবিতা।


ফিরোজ, পুরানা পল্টন, ২৮/০৫/২০১৫