আমার চেতনার অন্দরে
প্রতিদিনকার এলোমেলো শব্দেরা
অবিরত খেলা করে
গিরগিটির মতো বারবার জিহ্বা মেলে
ধীর লয়ে কোথায় জানি হারিয়ে যায়
অতীত সভ্যতার পরিত্যক্ত বাড়িগুলি হতে
সাপেরা নিশ্চুপ ছায়ার মতো
অন্ধকারে মিলিয়ে যায়
বড্ড অস্থিরতায় বর্তমানের শব্দগুলো
খুবই চঞ্চল, বিক্ষুব্ধ, বিশৃঙ্খল
ভীষণ এলোপাথাড়ি অন্তরনাদ
অস্থির ভাবনারা ভবিষ্যতের নির্মলতায়
ডুব দিতে চায়, অন্ধকারের পিঞ্জর ছিঁড়ে
আলোকিত ডানায় চড়ে
আকাশে উড়তে চায় অস্পষ্ট ধ্বনি
সব চেতনা, সব ভাবনা, সব ধ্বনি
যদি খুঁজে পেত সুসংবদ্ধ শব্দ
তবে খুঁজে পেতাম এক বিস্ময়-বাহন
সে বাহনে চড়েই হতো
কাঙ্ক্ষিত সময়ের পরিভ্রমণ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২২/০৭/২০১৬