জেলে ধরে মাছ, এ গাঙ সে গাঙ
একটু বেশিই চেষ্টা, যদি কিছু জমানো যায়
শেষ বয়সের খরচা ৷


ক্রমাগত বুনে চলে বীজ
কতো রকমের বীজ বিচিত্র ফসলের
যদি কিছু দরকার হয় শেষ অধ্যায়ে
বড় আশা মনে ফসলের কারিগরের ৷


একটু রাত করেই বাড়ি ফেরা
কিছুটা অতিরিক্ত আশা
আগামী দিনের কথা মাথায় করেছে ভর
যদি কিছু সঞ্চয় হয় ৷


ছুটছে, সবাই ছুটে চলেছে
ছাপোষা, দিনগুজারী, ভঙ্গুর পাতার ছাউনিবাসী
মধ্যবিত্ত, আলিশান অট্টালিকার বাড়ন্ত মেদওয়ালা
যে যার মতো ব্যস্ত নিজস্ব মগ্নতায়
কতো রকম ভাবনা
কতো রকম চাওয়া, প্রচেষ্টা ৷


ধুর, কী যে হচ্ছে এসব !
অবশেষ সাড়ে তিন হাত জায়গা ৷


ফিরোজ, দিলকুশা, ২৯/১২/২০১৬