ইদানীং বড় বেশি স্বপ্ন দেখি
বড়ই অদ্ভুত ও আজব স্বপ্ন বটে
স্বপ্নগুলো হঠাৎ যেন খুনি হয়ে গেল
এবং তারপর আরো স্খলন
একের পর এক খুন – আত্মার খুন
বিবেক ধুয়ে মুছে সাফ করবো কী
যেন আবর্জনায় সয়লাব হলো স্বপ্নের নগরী
অতঃপর স্বপ্নগুলো ধর্ষক হলো
প্রতারক হলো, ক্রমেই নেমে যেতে থাকলো
নরকের অতল সীমানায় ।


ফিরোজ, দিলকুশা, ০৩/০৭/২০১৭