নিজেকে নিজের মধ্যে দেখা
শিকড় সন্ধানী
আপন ঐতিহ্যের মাঝে নিরন্তর বসবাস
স্বাতন্ত্র্য চেতনাবদ্ধ
স্বীয়-বৈশিষ্ট্যজাত আরাধ্য জীবন
নিজস্ব বিচিন্তনে অভিনিবিষ্ট
সুবিনির্মাণে নিমগ্ন স্বতন্ত্র নিবাস।


উচ্ছিষ্ট কুড়িয়ে কি লাভ বল
যদি হারায় স্বকীয়তা
সব পেয়েও তব সর্বহারা
সে অর্জনে কিসের গর্ব
উৎকৃষ্ট মরীচিকায় নয় আধুনিকতা
আত্মা হারিয়ে রাজাধিরাজ হলেইবা কি
সে আভিজাত্য হয় খর্ব।


শত প্রতিকূলতায় আত্মপ্রত্যয়ী
স্ববশ চৈতন্যের নয় বিলীন
আলোড়ন ওঠে প্রাণরাঙা ঐতিহ্যে
মানবিক-সত্তার উন্মীলন।


বিশ্বায়নের যা-কিছু হিতকর
সেসব বরণে নয়কো ক্ষয়
বিচিত্র পুষ্পের মধু আহরণ
আত্মপরিচয় তবে বিকশিত
বিশ্বজনার যতো মন্দ, রুখিবো
প্রতিরোধ-সংগ্রামে সদা মুখর
স্বকীয়তা আনে অপ্রতিরোধ্য বিজয়
স্বাধিকার-বোধকে করে জাগ্রত।


ফিরোজ, টিকাটুলি, ২৪/১২/১৯৯৯