এখন সময় কেন নিঃসঙ্গ নিশীথের কান্না ?
দুর্বিপাকে মোড়ানো অযুত বেদনাহত শব্দের ঢেউ
আশাহত কামনার নির্যাসে চেয়ে আছে চাতকের চোখ
হায় মরি মরি !
মূল উপড়ানো আলগা মাটির বন্ধনহীনতা
নদীর দুকূল ভাসালো কষ্টের ঘোলা জলে
এখন সময় কেবল নিঃসঙ্গ নিশীথের কান্না ।


যদি পরাভবে অমৃতের পেয়ালা আসে হাতে
হেরে যাওয়া সময়ে নিজেকে হারিয়ে ফেলা
হয়তো চোখের কণিকায় ঝলমলে বাতির চমক
সেও এক অর্জন বটে
তবে বড়ই করুণ, কদর্য আর গ্লানিকর সুখ ।


মুখোশে ঢেকে রাখা মুখ কেউ দেখে না
আসল রূপের মাধুর্য কারো অনুভবে আসে না
মুখোশের আড়ালে সুখ সুখ খেলা
বারবার ক্রমাগত মুনাফেকি পথে
সময় বড় নিষ্ঠুর হিসাবী, জাপটে ধরে কায়া
দুর্বিপাকে মোড়ানো অযুত কষ্টগুলো
নিঃসঙ্গ নিশীথের কান্না হয়ে ঝরে ।


ফিরোজ, মগবাজার, ৩১/০৫/২০১৯, সকাল ৯.০০