আজকের সংবাদ শিরোনাম
“ঘুষ ছাড়া চাকরী, কাঁদলেন অভিভাবকেরা”


তোমার, আমার, আমাদের স্বপ্ন ছিল যা
তা এখন সোনার হরিণ দুর্লভ
যা ছিল নিত্য দিনের আটপৌরে ছন্দ
তা কেন গবেষণার সংবাদ !


সময় হলে ফুলগাছে ফুল ফুটবেইতো
বরং না ফোটাটাই মৃত্যুর মতো চিন্তাহীন অসাড়তা
দিনে দিনে একটু একটু প্রলেপ জমা
অনুর্বরতা ভর করেছে মনন-মানসে
খুঁজে খুঁজে একটুখানি ‘সভ্য’ আবিষ্কার
পাওয়া গেল অমূল্য ধন, শোরগোল ওঠে ।


আমাদের দীনতার স্তর কি ?


ফিরোজ, মগবাজার, ১৬/০৩/২০১৮