সময়ের ট্রেন
ছুটে চলে সরল পথে
যদি বৃত্তে হতো সময়ের ছোটা!
ফিরে পেতাম সে-ই পুরোনো দিনগুলো
সে-সব এখন স্মৃতি
স্মৃতির স্তূপে মৃদু কম্পন
মায়ের মুখটি ফিরে আসে বারে-বার
সাঁইত্রিশ বছর আগে
স্কুল হতে দু-ক্রোশ পথ হেঁটে
ক্লান্ত পায়ে আঙ্গিনাতে উচ্চস্বর
মা ..., মাগো ...! ভাত দাও
মায়ের সে-কি উদ্বিগ্ন মুখ!
পরম মমতা আর আদরে বুকে টেনে নিতেন
আজো অনুভব হয়
বুকে আগলে থাকার পরশ
উজ্জ্বল অনুস্মৃতি
পড়তে বস, আদরমাখা শাসন
বার্ষিকীর ফল - চোখে চিকচিক করে জল
মাগো সেই হাসিমাখা মুখ
আজো যেন মধু ঝরে রাশি-রাশি
অনেক দিন হয়ে গেল - তুমি নেই
শুধু স্মৃতি হয়ে আছে
মমতা জড়ানো সেই দিনগুলো!
মাগো কখনো হয়নি বলা
শুধু একটি কথা
“মা তোমায় অনেক ভালবাসি”
আজ সন্তান হয়ে
পৃথিবীর সব মাকে জানাই
মা! তোমাকে খুব-খুব বেশী ভালবাসি।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১০/০৫/২০১৫