(চতুর্থ পর্ব - দ্বিতীয় অংশ)


(৩)
শয়তানের প্রথম প্রতারণা আদমের সাথেঃ


মহান নিয়ন্তা নির্দেশ দিলেন
হে আদম ! তুমি ও তোমার স্ত্রী
বসবাস কর জান্নাতে
যা ইচ্ছা খাও এবং ভোগ করো
শুধুমাত্র একটি বৃক্ষের কাছে যেওনা ।


অতঃপর ইবলিস তাদেরকে
প্রতারণার মাধ্যমে প্ররোচিত ও বিভ্রান্ত করলো
সে শপথ করে বলল, হে আদম !
অবশ্যই আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী
আমি কী তোমাদের বলে দেব
অনন্ত জীবনপ্রদ বৃক্ষ ও অক্ষয় রাজ্যের কথা
সে আরো বলল, বৃক্ষটি হতে
পালনকর্তার নিষেধাজ্ঞা এ কারণে
যাতে তোমরা ফেরেশতা না হয়ে যাও
কিংবা না হয়ে পড়ো চিরস্থায়ী বসবাসকারী
আদম ও তার স্ত্রী বিগলিত শয়তানের প্রতারণায়
নিষিদ্ধ বৃক্ষটির আস্বাদন নিয়ে নিল তারা
অনন্তর তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে পড়ল
নিজেদের জড়াতে লাগলো গাছের পাতায় ।


মহান প্রতিপালক
আদম ও তার স্ত্রীকে ডেকে বলেন, আমি কী
তোমাদের বৃক্ষটির নিকটবর্তী হতে নিষেধ করিনি ?
বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ?
তারা উভয়ে বলল, হে আমাদের পালনকর্তা !
নিজেদের উপর জুলুম করে ফেলেছি
আপনার ক্ষমা ও অনুগ্রহ ব্যতীত
অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব ।


আদম ও তার স্ত্রীকে ক্ষমা করলেন মহান স্রষ্টা
আর বললেন নেমে যাও পৃথিবীতে
তোমরা ও শয়তান পরস্পরের শত্রু
আমার পক্ষ থেকে
তোমাদের কাছে সৎপথের নির্দেশ যাবে
তাদের কোন ভয় নেই যারা তা অনুসরণ করবে
তাদের দুঃখিতও হবার কারণ নেই
কিন্তু কুফরী করলে ও নিদর্শনসমূহ অস্বীকার করলে
জাহান্নামী হতে হবে
সেখানে তাদের অবস্থান হবে চিরকাল ।


(৪)
শয়তানের কর্মকান্ডঃ


বেশিরভাগ মানুষই জানে না
কোন কাজ ভাল আর কোনটি শয়তানের
শয়তানের প্রধানতম কাজ মন্দ, খারাপ, অশ্লীল কাজে
মানুষকে প্ররোচিত করা
সে সুশোভিত, চাকচিক্যময় করে পাপকার্যকে
যেন মানুষ তাতে আকৃষ্ট হয়
অথচ বিপদকালে সে প্রতিশ্রুতি ভঙ্গ করে
আসলে সে প্রতারক ও ধোঁকাবাজ
তার দলভুক্তদেরকে সে বিপথগামী করে
যাতে তারা জাহান্নামী হয় ।


চক্রান্ত করে শয়তান মানবতার বিপক্ষে
সৎপথে ও ভালকাজে বাধা দেয়
অপচয়, অপব্যয়ে উৎসাহ দেয়
সৃষ্টি করে মানুষের মাঝে বিবাদ, শত্রুতা ও বিদ্বেষ
মানুষকে বিরত রাখে স্রষ্টার স্মরণ ও প্রার্থনা হতে
বিশ্বাসীদের মাঝে সৃষ্টি করে বিতর্ক ও বিভেদ
স্বীয় পালনকর্তার প্রতি
শয়তান অতিশয় অকৃতজ্ঞ ।
মানুষের মাঝে শয়তান
সংশয়-সন্দেহের সৃষ্টি করে, বিভ্রান্ত ও পথভ্রষ্ট করে
যাদু, মদ, জুয়া, শিরক, বিদআত ও কুফরীতে
মানুষকে নিমজ্জিত করে
রাগান্বিত করে পাপের দিকে ধাবিত করে
আর ভাল কাজে আলস্য আনে
নিশ্চয়ই শয়তানের চক্রান্ত খুবই দুর্বল
তার অনুসারীদের বিরুদ্ধে সংগ্রামে
সে চক্রান্ত হয়ে যায় ধূলিসাৎ ।


(৫)
শয়তান হতে বাঁচতে করণীয়ঃ


মহান নিয়ন্তা বলেন, হে মানুষ !
সবসময় আমার কাছে আশ্রয় চাও
শয়তানের কুমন্ত্রণা ও প্ররোচনা হতে
যে একনিষ্ঠ বিশ্বাসী বান্দা
তাকে পথভ্রষ্ট করতে পারে না শয়তান ।


যে স্রষ্টার স্মরণ হতে বিরত থাকে
তার সঙ্গী হয় শয়তান
সদা স্রষ্টার স্মরণে হও বলিষ্ঠ
সর্বদা থাক জামায়াতবদ্ধ হয়ে
স্রষ্টায় পরিপূর্ণ বিশ্বাস ও নির্ভরতায়
শয়তানের বিরুদ্ধে
প্রতিনিয়ত লিপ্ত হও সংগ্রামে ।


স্রষ্টা বলেন, হে বনী আদম !
তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না
নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২১/১১/২০১৬