(চতুর্থ পর্ব - প্রথম অংশ)


(১)
শয়তানের বিদ্রোহ ও যুদ্ধ ঘোষণাঃ


আদম সৃষ্টির পর
মহান নিয়ন্তার আদেশ হলো ফেরেশতাকুলে
সিজদা করো আদমকে
সিজদাবনত হলো ফেরেশতাকুল
শুধুমাত্র ইবলিস ব্যতীত ।


স্রষ্টা বলেন, হে ইবলিস !
কী এমন হলো, কিসে বাধা দিল !
আমার নিজ হাতে সৃষ্ট আদমের প্রতি
সিজদাবনত হলে না !
ইবলিসের প্রতিউত্তর - আমি আগুনের সৃষ্টি
অথচ পচা কাদামাটির তৈরি আদম
আদম হতে শ্রেষ্ঠ আমি
অহঙ্কারে নিমজ্জিত ইবলিস
অস্বীকারকারীদের অন্তর্ভুক্ত হলো
স্রষ্টা বলেন, তুমি বিতাড়িত হও
তোমার উপর অভিসম্পাত ।


বিতাড়িত, অভিশপ্ত ইবলিস
তার জন্য লা’নত (অভিসম্পাত) নির্ধারিত
বিচার দিবস পর্যন্ত
অতঃপর দৃঢ় অবস্থান নিল ইবলিস
মহান প্রতিপালকের নিকট
অবকাশ চাইল কিয়ামত অবধি
অবকাশ দিলেন স্রষ্টা
মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইবলিসের
স্রষ্টার একনিষ্ঠ বান্দা ব্যতীত
সব মানুষকে পথভ্রষ্ট করবে, মানুষকে দিয়ে সে
ফ্যাসাদ, অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করবে
অন্যায়, অবিচার, রক্তপাত, যুদ্ধে ভরে দেবে পৃথিবী
স্রষ্টা বলেন, হে ইবলিস ! জাহান্নাম পূর্ণ হবে
তুমি ও তোমার অনুসারীতে ।


(২)
শয়তানের পরিচয়ঃ


আদম সৃষ্টির আগে
পৃথিবীতে ছিল জিন জাতির বসবাস
জিনের সৃষ্টি আগুনের শিখা হতে
ইবলিস এ জিনদের অন্যতম
বিতাড়নের পূর্বে
আযাযিল নাম ছিল তার, অধ্যবসায়-জ্ঞানে ছিল
ফেরেশতা হতে উত্তম ।


মানুষের মতো জিনের আছে বংশধারা
তাদের কেউ কেউ বিশ্বাসী
কেউবা আবার অস্বীকারকারী
অস্বীকারকারী জিন শয়তানের দলভুক্ত
শয়তান দুরাচারী, পাপাচারী
মানুষের ভিতরে প্রবেশ করে সে
যেমন প্রবাহিত হয় রক্তনালী
এদের প্রধান নেতা হলো ইবলিস
জন্ম হতে আমৃত্যু মানুষেরে
প্ররোচনা, ধোঁকা দেয় শয়তান ।


জিনের মতো আছে মানুষ-শয়তান
মানুষের অন্তরে প্ররোচনা ও ধোঁকা দেয় জিন-শয়তান
প্রকাশ্যে ধোঁকা দেয় মানুষ-শয়তান
তারা নিজ নিজ দলভুক্তদের শিক্ষা দেয়
কারুকার্য খচিত পাপকার্যের ।


চলবে


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২১/১১/২০১৬